এক নজরে পিএসএস
পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় কর্মরত একটি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ডিপিও)। সংগঠনটি ৭ জানুয়ারি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। শুরুতে ১৭৭ জন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে নিজ উদ্যোগে সহায়তায়/উদ্যোগে গড়ে ওঠা এই সংগঠনে বর্তমানে ২২৫ জন সাধারণ সদস্য রয়েছে; যার মধ্যে পুরুষ ১৪৫ জন এবং নারী ৮০ জন । প্রতিবন্ধী নারী ও প্রতিবন্ধী পুরুষের সমঅংশগ্রহণ নিশ্চিত করে এর কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুসারে ২২৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ এবং ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক/নির্বাহী পরিচালকের দিকনির্দেশনায় কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বাস্তবায়িত হয়ে থাকে। প্রতিবন্ধী পুরুষ এবং প্রতিবন্ধী নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণে সরকারি ও বেসরকারি সংগঠনে সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করছে। এছাড়া প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তি কর্মসূচিসমূহে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্রিয় ও ফলপ্রসূ অংশগ্রহণ নিশ্চিতকরণ, সক্ষমতা বৃদ্ধি ও কারিগরী সহায়তা প্রদানের লক্ষ্যে মূলধারার উন্নয়ন সংগঠনসমূহের সাথে অংশীদারিমূলক কর্মকাণ্ডে সংগঠনটি সচেষ্ট।
কর্মএলাকা
পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত পানছড়ি উপজেলায় ৫টি ইউনিয়নে কাজ করছে।